বুধবার, ২১শে জুন, ২০১৭ ইং ৭ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

হেরেও খুশি কোহলি

AmaderBrahmanbaria.COM
জুন ১৯, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ভারত। না বোলিংয়ে, না পেরেছে ব্যাটিংয়ে আলো ছড়াতে। যার ফল, ১৮০ রানের বিশাল হারে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা হারিয়েছে ভারত। তবু ‘খুশি’ অধিনায়ক বিরাট কোহলি! দলের খেলোয়াড়রা যেভাবে নিজেদের মেলে ধরেছে ইংল্যান্ডের টুর্নামেন্টে, বিশেষ করে ফাইনাল পর্যন্ত যাওয়ার পথে যেভাবে পারফরম করেছে ভারত, তাতে সন্তুষ্ট ভারতীয় অধিনায়ক।

কেনিংটন ওভালের ফাইনালে ফেভারিট হিসেবেই নেমেছিল ভারত। যদিও হিসাব পাল্টে দিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যাদের হারিয়ে শুরু করেছিল মিশন, তাদের বিপক্ষে হেরে যাওয়ায় হতাশা আছে কোহলি মনে। তবে ফাইনালে উঠাকেও খাটো করে দেখছেন না তিনি। তাই শিরোপা হারানোর পরও হাসিমাখা মুখে বলে গেছেন, ‘অবশ্যই হতাশ, তবু আমার মনে হাসি আছে। কারণ দুর্দান্ত খেলেই আমরা ফাইনাল পর্যন্ত এসেছিলাম।’ সেই সঙ্গে সতীর্থদের প্রশংসাও ঝরল তার মুখে, ‘প্রত্যেকেই অসাধারণ ক্রিকেট খেলেছে। নিজেদের সেরাটা দিয়ে তারা চেষ্টা করেছে। তাদের নিয়ে আমি গর্বিত।’

শুধু সতীর্থদের নয়, চ্যাম্পিয়ন পাকিস্তানের প্রশংসা করতেও ভুল হলো না তার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরুটাই করলেন চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়ে, ‘পাকিস্তানকে অভিনন্দন, তারা চমৎকার একটা টুনামেন্টে পার করল। তারা আবারও প্রমাণ করল নিজেদের দিনে পাকিস্তান যে কাউকে হারিয়ে দিতে পারে।’ সঙ্গে যোগ করলেন, ‘প্রত্যেকটা বিভাগে পাকিস্তান আজ (রোববার) ভালো করেছে। খেলাধুলায় আসলে যে কোনও কিছুই ঘটতে পারে।’ এনডিটিভি