সোমবার, ৩রা জুলাই, ২০১৭ ইং ১৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাজিলের প্রেসিডেন্টের বাসভবনের গেটে গাড়ি হামলা

AmaderBrahmanbaria.COM
জুন ২৯, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের গেটে চলন্ত গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মেরে গ্রেপ্তার হয়েছেন চালক। বুধবারের এ ঘটনার সময় প্রেসিডেন্ট মিশেল তেমের রাজধানী ব্রাসিলিয়ার ওই বাসভবনে ছিলেন না বলে এক বিবৃতিতে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

প্রেসিডেন্টের বাসভবনের গেটের দিকে এগিয়ে আসা গাড়িটিকে থামাতে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছিল নিরাপত্তা রক্ষীরা, কিন্তু তারপরও গাড়িটি না থামায় গাড়িটি লক্ষ্য করে গুলি করে তারা। এরপর গেট ভেঙে আলভোরাদা বাসভবনের প্রাঙ্গণে ঢুকে পড়া গাড়িটি থেমে যায়।

গাড়িটির চালক আহত হননি। তাকে একজন নাবালক মনে হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

জি-ওয়ান সংবাদ ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্টের বাসভবনের গেটটি মাটিতে পড়ে আছে এবং বাসভবনের বাইরে মেঝেতে শটগানের গুলির খোসা পড়ে আছে।

ঘটনার পর ওই এলাকাটিতে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আলভোরাদা থেকে এক মাইলেরও কম দূরত্বে আরেকটি সরকারি বাসভবন জাবুরুতে বসবাস করেন প্রেসিডেন্ট তেমের।

এ জাতীয় আরও খবর