সোমবার, ১০ই জুলাই, ২০১৭ ইং ২৬শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় রোষের মুখে মার্কিন গায়িকা কেটি পেরি

AmaderBrahmanbaria.COM
জুলাই ৬, ২০১৭

---

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়াব্যাপী পশু হাসপাতালগুলোর জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ কুকুর। কারণ তাদের বেশিরভাগ সময় কেটে যায় কুকুরের আক্রমণে অসুস্থ পশুদের চিকিৎসা করতে গিয়ে। সেই অস্ট্রেলিয়া গিয়েই কুকুরকে অন্য পশুর ওপর আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন কেটি পেরি। আর এজন্যই অস্ট্রেলিয়ার পশুপ্রেমীসহ সংশ্লিস্টদের ক্ষোভের মুখে পড়েছেন এ মার্কিন গায়িকা।

‘রোয়ার’ খ্যাত তারকা কেটি পেরি তার পরবর্তী বিশ্ব সঙ্গীত সফরের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে একটি কোম্পানির সঙ্গেও চুক্তি হয়েছে তার। প্রচারণার অংশ হিসেবে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন কেটি পেরি। তাতে দেখা যায় কেটি পেরি তার পোষা কুকুরকে বলছেন, ‘যাও কয়েকটা কোয়ালাকে (ভাল্লুকের মতো দেখতে অস্ট্রেলীয় প্রাণী) ধরে নিয়ে আসো’!

অস্ট্রেলিয়ার বাসিন্দা ক্লেয়ার ম্যাডেন কুকুরের আক্রমণে অসুস্থ কোয়ালাদের চিকিৎসা দেন। তিনি বলেন, কেটি পেরির উচিত একটা দিন এসে আমার সঙ্গে থাকা ও এখানকার পরিস্থিতি দেখা। তাহলেই সে বুঝতে পারবে এ ধরনের বক্তব্য তার দেশব্যাপী প্রচার করা ঠিক নয়। সূত্র : আরব নিউজ