g ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ডেভিন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২১শে জুলাই, ২০১৭ ইং ৬ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ডেভিন

AmaderBrahmanbaria.COM
জুলাই ৯, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : গতকাল মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার সোফি ডেভিন।

শনিবার টনটনের কাউন্টি গ্রাউন্ডে মেয়েদের বিশ্বকাপের ম্যাচে ডেভিনের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ডেভিনের ৪১ বলে ৯৩ রানের টর্নেডো ইনিংসে ১৪৫ রানের লক্ষ্য কিউই মেয়েরা পেরিয়ে গেছে ১৫ ওভারেই!

ডেভিন ৯৩ রানের ইনিংস খেলার পথে ৭টি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ৯টি। তিনি ছাড়িয়ে গেছেন এর কিছুক্ষণ আগেই লেস্টারে ভারতের বিপক্ষে ৭ ছক্কা হাঁকানো দক্ষিণ আফ্রিকা লিজলে লিকে। অবশ্য এর আগেও আরো দুবার ইনিংসে ৭ ছক্কা হাঁকিয়েছিলেন লি। ইনিংসে ৭ ছক্কা আছে ওয়েস্ট ইন্ডিজের ডিন্দ্রা ডটিনেরও। আজ দুজনকেই ছাড়িয়ে গেলেন ডেভিন।

ছক্কার বিশ্ব রেকর্ডের পাশাপাশি নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন ডেভিন। ফিফটি করেছেন ২৭ বলে। আগের ম্যাচে র‍্যাচেল প্রিয়েস্টের ২৯ বলে ফিফটি ছিল আগের দ্রুততম।

এ জাতীয় আরও খবর