সোমবার, ১০ই জুলাই, ২০১৭ ইং ২৬শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

গাইবান্ধায় জঙ্গিবিরোধী অভিযান সমাপ্ত

AmaderBrahmanbaria.COM
জুলাই ৬, ২০১৭

---

গাইবান্ধা প্রতিনিধি : দ্বিতীয় দিনের মতো জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দুর্গম চরাঞ্চলে চার ঘণ্টার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে এ অভিযানে কিছুই পায়নি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. মইনুল হক। এ ছাড়া অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, ফুলছড়ি থানা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের ৫০ জন সদস্য অংশ নেন।

মইনুল হক বলেন, ‘জঙ্গি আস্তানার সন্ধান ও তালিকাভূক্ত মামলার আসামি গ্রেপ্তার এবং নৌ-ডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান চালানো হয়। এদিকে, টানা দুই দিনের অভিযানে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।