g তাওয়াফের সময় নিষিদ্ধ কাজ সমূহ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৬ই আগস্ট, ২০১৭ ইং ২২শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

তাওয়াফের সময় নিষিদ্ধ কাজ সমূহ

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২, ২০১৭

---

তাওয়াফ হজের অন্যতম অনুষঙ্গ। তাওয়াফের মাধ্যমেই প্রভুপ্রেমের বর্হিপ্রকাশ ঘটে। সাদা কাপড়ে মহান প্রেমিক মাওলার ঘরের চারপাশে ঘুরা। কতো বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু সৌভাগ্যের এ তাওয়াফে রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন। নিচে তাওয়াফের সময় নিষিদ্ধ কাজগুলি উল্লেখ করা হলো।

* গোসল ফরজ অবস্থায় বা হায়েজ ও নেফাস অবস্থায় তাওয়াফ করা।

* বিনা ওজরে কারো কাঁধে চড়ে তাওয়াফ করা।

* অজু ছাড়া তাওয়াফ করা নিষেধ।

* বিনা অজুহাতে হাঁটুতে ভর দিয়ে বা উল্টোভাবে তাওয়াফ করা।

* হাতিম’কে বাদ দিয়ে হাতিম ও কাবার মাঝখান দিয়ে তাওয়াফ করা।

* তাওয়াফের সময় কোনো এক চক্কর বা চক্করের একাংশ ত্যাগ করা।

* হাজরে আসওয়াদ ছাড়া অন্য কোনো স্থান থেকে তাওয়াফ শুরু করা।

* তাওয়াফের সময় কাবা শরিফের দিকে মুখ করা।

* তাওয়াফের কোনো ওয়াজিব তরক করা।

মহান আল্লাহসঠিকভাবে তাওয়াফ সম্পন্ন করার তাওফিক দান করুন । পাশাপাশি তাওয়াফের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাবগুলো পালনের পাশাপাশি মুবাহ, মাকরূহ ও নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা জরুরি।