g বাজারে এবার প্লাস্টিকের মাছ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৮ই আগস্ট, ২০১৭ ইং ৩রা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাজারে এবার প্লাস্টিকের মাছ

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৪, ২০১৭

---

অনলাইন ডেস্ক : মাছেও আর রক্ষে থাকল না। বাজারে মাছ কিনতে গেলেও এবার সাবধান হয়ে যান। মাছটা আসল না নকল! নকল প্লাস্টিকের ডিম, চাল এবং বাধাকপি প্রকাশ্যে আসার পর বাজারে এখন এটাই চর্চার মূল বিষয়।

বাজারে এখন একটাই আলোচনা। ‘মাছটা প্লাস্টিকের নয় তো?’ এই প্রশ্নেই এখন ছয়লাপ বাজার। বাড়ির গৃহিনীরাও মাছ রান্নার আগে ভাবছেন দুবার।

ডিমের পর এবার প্লাস্টিক মাছ। ডিম, চাল আতঙ্ক কাটতে না কাটতেই বাজারে ছড়াল প্লাস্টিক মাছ। লন্ডনের আফ্রিকান বাজারে ছড়িয়েছে এই প্লাস্টিক মাছ। যার দাম ১০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে আটহাজার টাকা।

সম্প্রতি এই মাছেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা মাছটাই প্লাস্টিকের তৈরি। ভিডিওটিতে দেখা যাচ্ছে ফোমের মতন মাছটি আঙ্গুল দিয়ে চাপ দিলেই বেরিয়ে আসছে পানি। এহেন একটি ভিডিওতে আমজনতার মনে ভয় জন্মেছে।

বারবার ভেজাল জিনিসের বিভীষিকার আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। লন্ডনে এই প্লাস্টিক মাছ মিললেও তা দেশের বাজারও যেকোনও মুহূর্তে দখল করে নিতে পারে। আর সেই ভয়েই আপাতত আতঙ্কে সাধারণ মানুষ।