g পেলে নয়, এবার নতুন ‘ফুটবল সম্রাট’ রোনালদো | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ৬ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২২শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

পেলে নয়, এবার নতুন ‘ফুটবল সম্রাট’ রোনালদো

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : রেকর্ড আর ক্রিশ্চিয়ানো রোনালদো দু’টোই যেন সমার্থক। রিয়াল মাদ্রিদ হোক আর পর্তুগাল কিংবা সাদা হোক বা মেরুন, সব জার্সিতেই সিআর সেভেন নিজের প্রতিভার ছাপ রেখেছেন।

মাত্র আট বছর রিয়ালে থেকেই ভেঙে দিয়েছেন রাউল গঞ্জালেসের ৩২৩ গোলের রেকর্ড।
পর্তুগিজ মহাতারকা এবার টপকে গেলেন পেলেকে। ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন ফুটবল সম্রাট। বৃহস্পতিবার ফারো আইল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে গোল করার ক্ষেত্রে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাপিয়ে গেলেন সিআর সেভেন।

২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটান ক্রিশ্চিয়ানো৷ ফিগো-ডেকোদের পাশে নিজেকে মেলে ধরতে বেশি সময় লাগেনি তার। ২০০৬ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর তাকে ক্যাপ্টেন করার জোরালো দাবি ওঠে পর্তুগালে। ২০০৭ সিআর সেভেনকে দলের আর্মব্র্যান্ড সঁপে দেয় পর্তুগাল ফুটবল ফেডারেশন। জাতীয় দলের হয়ে তার সেরা পারফরম্যান্স ২০১৬ ইউরো কাপ জয়।

মেরুন জার্সিতে ১৪৪ ম্যাচ খেলে ৭৮ করেছেন তিনি। দেশের হয়ে গোল করার ক্ষেত্রে সবচেয়ে আগে রয়েছেন ইরানের আলি দাই(১০৯ গোল)। তারপর রয়েছেন হাঙ্গেরির ‘গ্যালপিং মেজর’ ফেরেঙ্ক পুসকাস(৮৪ গোল)। তবে যে ফর্মে রয়েছেন তিনি কোথায় গিয়ে থামবেন সেটা একমাত্র রোনালদো নিজেই জানেন।

এ জাতীয় আরও খবর