g শশীকলাকে সাধারন সম্পাদকের পদ থেকে সরানো হলো | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২রা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

শশীকলাকে সাধারন সম্পাদকের পদ থেকে সরানো হলো

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১২, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন এআইএডিএমকে দলের সাধারন সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হলো জয়ললিতা মনোনীত শশীকলাকে। শুধু তাই নয়, তাকে দল থেকেও বহিষ্কারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে জেনারেল কাউন্সিলের বৈঠকে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ চেন্নাইতে শুরু হয় এআইএডিএমকে-র জেনারেল কাউন্সিলের বৈঠক। বৈঠকে যোগ দেন জেনারেল কাউন্সিলের প্রায় ৯০ শতাংশ সদস্য। টিটিভি দিনাকরণপন্থীরা এই বৈঠকের উপর অন্তবর্তী ইনজাংশন জারি করার আর্জি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে যে আপিল করেছিল, তা সোমবার রাতেই খারিজ করে দেয় আদালত।

বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয় দলের দুই হাজার ১৩৬ জন জেনারেল কাউন্সিল সদস্যকে। এদিন বৈঠকে নেতৃত্ব দেন শীর্ষ নেতা ই মধুসূদন।

বৈঠক শেষে তামিলনাড়ুর মন্ত্রী আরবি উদয়কুমার ঘোষণা করেন, শশীকলাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। সাময়িক সাধারণ সম্পাদক পদও বাতিল করা হচ্ছে। এছাড়া প্রয়াত এআইএডিএমকে প্রধান জয়ললিতা যে কর্মীদের নিযুক্ত করেছিলেন, তা অপরিবর্তিত থাকছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর