g শ্রীলংকার বিপক্ষে ফলোঅনের শংকায় পাকিস্তান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৯শে অক্টোবর, ২০১৭ ইং ৪ঠা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

শ্রীলংকার বিপক্ষে ফলোঅনের শংকায় পাকিস্তান

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৯, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : যে ঘরে এতদিন দাপট দেখিয়েছে, সেখানেই চরম অসহায় হয়ে পড়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে তাদের রীতিমত নাকানি চুবানি খাওয়াচ্ছে শ্রীলংকা। প্রথম টেস্ট জয়ের পর দুবাইয়ে দ্বিতীয় টেস্টেও চালকের আসনে আছে লংকানরা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান রয়েছে ফলোঅনের শংকায়।

দিমুথ করুণারত্নের ১৯৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলংকা। জবাব দিতে নেমে লংকান বোলিং তোপে শুরু থেকেই বিপদে ছিল পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে তুলে ২৪৩ রান। ফলোঅন এড়াতে তখনও ৪০ রান দরকার ছিল তাদের।

পাকিস্তানের পক্ষে যা একটু লড়েছেন আজহার আলী আর হারিস সোহেল। দুজনই আউট হন হাফসেঞ্চুরি করে। আজহার ৫৯ আর সোহেল করেন ৫৬ রান। ৩৯ রান করেন সামি আসলাম।

শ্রীলংকার পক্ষে ২টি করে উইকেট নেন রঙ্গনা হেরাথ আর দিলরুয়ান পেরেরা। একটি করে উইকেট সুরাঙ্গা লাকমল আর অভিষিক্ত লাহিরু গামেজের।