g সামলাতে হবে বিধ্বংসী ডি ভিলিয়ার্সকে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৭ই অক্টোবর, ২০১৭ ইং ২রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

সামলাতে হবে বিধ্বংসী ডি ভিলিয়ার্সকে

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৪, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে রবিবার থেকে কিম্বারলির ডায়মন্ড ওভালে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে সাকিবকে ফিরে পেয়ে যেমন স্বস্তি কাজ করছে টিম টাইগারদের মাঝে, তেমনি প্রতিপক্ষের শক্তি জাগিয়ে দিচ্ছে আশংকা।

টেস্টে বাংলাদেশি বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। এবার রঙ্গীন পোশাকে ফিরেছেন বিধ্বংসী এবি ডি ভিলিয়ার্স। যাকে সামলানো মোটেও সহজ কাজ নয়!

সর্বশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে। ৫০ ওভারের ম্যাচে তার ১০০.২৫ স্ট্রাইক রেট দেখলে বোলারদের মাথা খারাপ না হওয়ার কোনো কারণ নেই। তাই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের অন্তর্ভুক্তি স্বাগতিকদের অনেকটাই এগিয়ে রাখছে। এছাড়ও রান খড়ার কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া আরেক ব্যাটসম্যান জেপি ডুমিনিও দলে ফিরেছেন।

ওয়ানডেতে ২৪ টি সেঞ্চুরির মালিক ভিলিয়ার্স চ্যাম্পিয়নস ট্রফির পরই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার সময় নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। এর আগে ২০১৬ সালে কনুইয়ের ইনজুরিতে পড়ার পর টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। টেস্টে ফিরতে বেশ কিছু প্রথম শ্রেণির ম্যাচও খেলছেন ওয়ানডেতে ৫৩.৫৫ গড়ে ৯২৯৫ রানের মালিক ভিলিয়ার্স।

পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ১৭টি ওয়ানডের মধ্যে ১৪টিতেই জয়লাভ করেছে। ২০১৫ সালে দেশের মাটিতে ওই দুটি ম্যাচ জিতে প্রোটিয়াদের সিরিজ হারিয়ছিল মাশরাফি বাহিনী। এছাড়াও নিজেদের মাঠে শেষ ৬ টি ম্যাচেও বেশ বড় ব্যবধানেই জয়ী হয়েছে প্রোটিয়ারা। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিশ্চয়ই রানক্ষুধায় ভুগবেন এবি। তাই ম্যাশ-মুস্তাফিজদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বল হাতে জ্বলে উঠতে হবে। এর কোনো বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর