g কিমকে সতর্ক করে একসঙ্গে তিন মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরীর মহড়া | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

কিমকে সতর্ক করে একসঙ্গে তিন মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরীর মহড়া

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হুমকি, যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ।

এ নিয়ে মহড়াও শুরু হয়ে গেছে। আর তারই জের ধরে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে এক দশকের মধ্যে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে নামছে তিনটি মার্কিন এয়ারক্রাফট কেরিয়ার। বৃহস্পতিবার মার্কিন নেভির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

উত্তর কোরিয়াকে বার্তা দিয়ে একইসঙ্গে মহড়ায় নামবে ইউএসএস রোনাল্ড রেগান, ইউএসএস নিমিৎজ ও ইউএসএস থিয়োডোর রুজভেল্ট।

শনিবার থেকে শুরু হচ্ছে এই মহড়া। মার্কিন নেভির পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন, পেসিফিক ফ্লিটের কমান্ডার স্কট সুইফট।

এর আগে গত বুধবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে বার্তা দিয়ে তিনি বলেন, তারা যেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার চেষ্টা না করে। তাতে ভবিষ্যতে বিপদ বাড়তে পারে, এমন হুঁশিয়ারিও দেন ট্রাম্প।

প্রশান্ত মহাসাগরে ওই এয়ারক্রাফট কেরিয়ার বিভিন্ন ধরনের মহড়া করবে। এয়ার ডিফেন্স, কমব্যাট ট্রেনিংয়ে ব্যবহার করা হবে এই রণতরীগুলো। ২০০৭ সালের পর এই প্রথম যুদ্ধবিমানবাহিনী রণতরীগুলো একসঙ্গে এই ধরনের মহড়ায় যোগ দিল।

এ জাতীয় আরও খবর