সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

শীর্তাতদের মাঝে রঙ্গনর শীতবস্ত্র বিতরণ

news-image

শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে ‘রঙ্গনের’ পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল(অব) শাহ্ আলম পিএসসি। ‘রঙ্গন ’ সংঠনের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এফ আই ফারুক বেপরী’র সভাপতিতে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

অনুষ্ঠানে ‘রঙ্গনের’ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, পথিক টিভির ব্যবস্থাপক লিটন হোসেন জিহাদ।

আরও : বাংলাদেশের উপকূলে আসতে থাকা জ্বলন্ত জাহাজ আটকে দিলো ভারত

অনুষ্ঠানে প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার মুক্তিযোদ্ধাদের কথা স্বরণ করে বলেন আগামী প্রজন্মকে মুক্তিযোদ্ধের চেতানায় এগিয়ে যেতে হবে। আর এ ক্ষেত্রে ‘রঙ্গনের’ পরিবার বলিষ্ট ভ’মিকা রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব:) শাহ্ আলম পিএসসি বলেন, সমাজের সকল বৃত্তবানদের ‘রঙ্গনের’ মাধ্যমে অসহায় মানুষদের সাহাযার্থে এগিয়ে আসার আহবান জানান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘রঙ্গনের সহ-সভাপতি শাম্স নূর আরাফাত , ছাত্রলীগ নেতা আশরাফ সবুজ, এজাজ, নিরব রেজা চৌদূরী, স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষক মোঃ আয়ূব হোসেন প্রমুখ। পরিশেষে অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্য শেষে প্রায় ২ শতাধিক অসহায় শীতার্থদের মাঝে ‘রঙ্গন’ পরিবার শীতবস্ত্র বিতরণে করেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

আশুগঞ্জের দক্ষিণ তারুয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সম্মানে ইফতার মাহফিল

নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন