সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ড: ২২টি দোকান পুড়ে ছাই

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফে লেদা রোহিঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, আজ রাত সোয়া ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে স্থানীয় মোরা পাড়ার জনৈক দুদু মিয়ার ছেলে আব্বাসের চা ও মুদির দোকান হতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে তা দ্রুত তরকারি বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে।

উপস্থিত স্থানীয় ও রোহিঙ্গারা মিলে কোন প্রকারে আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে প্রায় ২২টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে নগদ টাকা, মালামাল ও আসবাবপত্রসহ আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হতে পারে বলে আশংকা করছেন স্থানীয় মেম্বার নুরুল হুদা। তবে এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বিলম্বে হলেও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোছন ছিদ্দিক, মডেল থানা পুলিশের বিশেষ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email