সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা – আব্দুল কুদ্দুস মান্না মালদার

 

মুক্তিযোদ্ধা কেন করেছিলে দেশ স্বাধীন
কেন আজ তুমি পরাধীন
মানতবা আজ করেছে হা হা কার
কি মূল্য আজ মুক্তি যোদ্ধার
আজ রাজাকার হয়েছে মুক্তিদুদ
কেন লেখকের কলমে অবরোধ
কোথায় তোমাদের অস্ত্রের জাগরন
অস্ত্রে আজ রাজাকার নিয়ন্ত্রন
বাংলার প্রশাসন
করতে হবে মুক্তিযোদ্ধার নিয়ন্ত্রন

স্বাধীনতার -১
আব্দুল কুদ্দুস মান্না মালদার

সোনালী মাঠে কৃষকে কাধেঁ ধান
যা দেখে জোরায় মোর পিতৃ ভূমির প্রাণ
আকাশে উড়ে পাখি রাশি রাশি
যা দেখে পিতা হৃদয় খাসি খুশি
যখনি যাই মোরা বিদ্যালয়
মুক্তিযোদ্ধা তখনি পিতার কাছে দুখের কথা কয়
পিতা পেয়েছি তুমাই
৩০ লক্ষ মানুষের ঐ দয়ায়
পিতা বিশ^ দেখে ছিল তুমার ক্ষত
কেধে ছিল মানব ছিল যত।

স্বাধীনতা-২
আব্দুল কুদ্দুস মান্না মালদার

স্বাধীনতা রাষ্ট্র গঠন
মানবতার উন্নয়ন
স্বাধীনতা শক্তি
ধর্মীয় ভক্তি
স্বাধীনতা কলমের ঐক্য
স্বাধীনত মানব অরন্য
যাহার জন্য করেছ তুমি ৩০ লক্ষ প্রাণদান
তারাই তুমার বুকে দূর্নিতিবাজ শয়তান
স্বাধীনত তুমি চলে যাও মোর পিতৃ ভূমি ছেড়ে
নিলে আমার দুইলক্ষ মায়ের ইজ্জত কেড়ে
শান্ত হওনি তুমি
মাদক আস্তানা তৈরী করিলে মোর পিতৃ ভূমি
আর কত চাও তুমি মায়ের সন্তানের প্রান
একের পর এক জীবন নিয়ে তৃষ্ণা না মিটাতে পারিনি তোমার প্রাণ।
স্বাধীনতা দিয়েছ তুমি গণতন্ত্র
ও পেক্ষা করেছ একাত্তোরের ষরযন্ত্র
দিয়েছ তুমি পিতৃ ভূমি
তুমাই পেয়ে ধন্য আমি।
অগোমোর জন্মভূমি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাবা দিবস আজ

তানিয়ার সাথে বাগদানের খবর জানালেন বাপ্পা মজুমদার

আলেকজান্ডার ক্যাসেলে তিনদিন ছিলেন কবিগুরু : নির্মলেন্দু গুণ (ভিডিও)

রবীন্দ্রনাথকে এখনও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব হয়নি: শামসুজ্জামান খান

জীবন বাবুর চিঠিতে একাই দশ চরিত্রে মোশাররফ করিম

নববর্ষের দিন উন্মুক্ত স্থানে ৫টার পর অনুষ্ঠান বন্ধ