সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

পাকিস্তানে গির্জায় প্রার্থনারতদের ওপর বোমা হামলা: নিহত ৮ আহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি গির্জায় আত্মঘাতি বোমা ও বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত ও আহত হয়েছে ৪০ জন। নিহতদের মাঝে একজন নিরাপত্তারক্ষী ও দুইজন হামলাকারীও রয়েছে।

জিও নিউজের খবরে বলা হয়, কোয়েটার জারগুন রোডে অবস্থিত একটি গির্জায় প্রার্থনা অনুষ্ঠান চলছিল। এ সময় সন্ত্রাসীরা বন্দুক হামলা করে নিরাপত্তারক্ষীকে হত্যা করে ও গির্জায় প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়।

আরও : আবর্জনার মতোই আনুষ্কার কথাবার্তা, পাল্টা জবাব সেই যুবকের…

কোয়েটার ডিইজি আব্দুর রাজ্জাক জানান, গির্জায় চারজন সন্ত্রাসী আত্মঘাতি হামলা করে। এ সময় একজন আত্মঘাতি হামলা করে নিজেকে উড়িয়ে দেয়। অপর একজনকে নিরাপত্তারক্ষীরা গুলি করে হত্যা করে ও বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় প্রদেশটির সকল হাসপাতালে ইমার্জেন্সি ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেলুচিস্তানের আইজি জানান, গির্জার চারশ’রও বেশি মানুষ অবস্থান করছিল। সন্ত্রাসীরা ভিতরে প্রবেশ করতে সক্ষম হলে বড় ধরণের ক্ষয়-ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় প্রবেশ মুখেই গুলি চালিয়ে সন্ত্রাসীদের হত্যা করা হয়। সূত্র : জিও নিউজ

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

কী হয়েছে পরীমণির?

আইএস’র সঙ্গে যুক্ত মাদক ব্যবসায়ীরা: কৃষিমন্ত্রী

আর্জেন্টিনা-ব্রাজিল ‘ভাই-ভাই’

‘খালেদা জিয়ার চেয়ে এরশাদই যোগ্য প্রতিদ্বন্দ্বী’

চাঁদা চাইতে গিয়ে আটক মোশারফ করিম!

রাস্তায় দাঁড়ানোর সৎ সাহস বিএনপির নেই : কাদের