সোমবার, ১৮ই জুন, ২০১৮ ইং ৪ঠা আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

তিতাস – আব্দুল কুদ্দস মান্না মালদার

 

তিতাস তিতাস
তুই জল বহে নিয়ে কোথায় যাস,
করি আমি রাগ
তবুও দেইনা জবাব।
শৈশবের কথা মনে পড়ে যখন
তিতাস পাড়ে ছুটে যায় কখন,
ছোট বেলার কথা মনে পড়ে আজও
তিতাস তরে ভালবাসি আজও
আমি নেই মন বলে নিঃশ^াস।
তিতাস পাড়ে ঐ সবুজ শ্যামল বাতাস
নদীর পাড়ে বাতাসে যতসব দুষ্ট বালকের দল,
ঘুড়ি উড়াই দল বেদে দল
তিতাসে যাই ভেসে তরী।
তিতাসের পূর্ব তীরে মামাবাড়ি
মামা বাড়ি যখন যাই,
তিতাস বিলে তখন যাই।
……………………..

যাব আমি জাহান্নামে
আব্দুল কুদ্দস মান্না মালদার (আখাউড়া)

যাব আমি জাহান্নামে
অন্যায়ের গুলামি করে যাব না আমি সর্গে
আমি রাষ্ট্রে মরু অগ্নি জ¦ালিয়ে করে দিব ছাই,
অন্যাই থাকবেনা পুরার বাকি জনভাই
আমি ঈগল চোখে তাকিয়ে দেখব কে করে অন্যায়
আমি হাইনার মত ঝাপিয়ে পড়ব তাদের ও পর বাচতে দিবনা এই দুনিয়াই
আমি মহাশুন্যে বিড়াব তরী
পালাতে দিবনা মহা বিশ^ ছাড়ি
আমি অগ্নিকুন্ড হয়ে তুলিব লাবা
অত্যাচারি পুরাইয়া দিব সাজা
আমি মহাবিশে^র পথ হারা প্রতিক
বিপ্লবী অস্ত্র হাতে তাহা দিগকে শিক্ষা দিক
আমি আকাশ বাতাস বেত করে
আঘাত করিব অত্যাচারিদের গাটিতে কামান এর গ্রতিতে
আমি চন্দ্র সূর্য স্বাক্ষী রেখে
আমি প্রতন করিব বিশ^ সমরাজ্য বাদিরেদকে
…………………..

আমি বিপ্লবী
আব্দুল কুদ্দস মান্না মালদার (আখাউড়া)

আমি বিপ্লবী
হতে চাই কবি
মনে আকি স্বপ্নের ছবি
করি আমি খোজ
প্রতিদিন বরে রোজ
কবিতা লেখে করব আমি ইতিহাস
নুবেল এনে বানাব আমি কৃতদাষ
বাংলা বায়ান্নর সেই বাংলা ভাষার শব্দ চাষা
বিশ^ ভাষার পাষা
কৃষক এর চাষ
লিখব আমি বাংলাদেশে ইতিহাস
লিখব আমি বিশ^ সমাদান
যা শুনলে হবে যুদ্ধের অবসান
খোদার প্রতি যে রাখতে পারে ঈমান
অবির্রশ রাষ্ট্র গড়ার পেছনে নিশ্চই থাকবে তার অবদান।
…………….

মাদক মুক্ত করিতে হলে রাষ্ট্র
আব্দুল কুদ্দস মান্না মালদার (আখাউড়া)

হে যোবক করতে হলে মাদক মুক্ত রাষ্ট্র স্বাধীন
সিগেরেট কে করে দাও পরাধীন
এই মহা কালি কাব্য করিতে পেরিছি আমি রচনা
এটাই তুমাদের অনু প্রেরনা
আমি গড়তে চেয়েছি পিতৃভূমি
জন্ম তুমি কি বিশ^াস করনি
রাজপথে রাখ শুরে শুরে তাল
পিতা মনে রাখবে জীবন কাল
তুমি করতে পাড় জন্য কল্যান
এতে শুদ্ধ হবে তুমার ঈমান
মানব নিজে নহে নিজের
মানব মানবের তরে সকলের
মাদক মুক্ত হবে যখন বিশ^ ভূমি
মহাজগৎ মাথা উচু করবে বিশ^ তখনী
…………………..

গুনগনে নয়
আব্দুল কুদ্দস মান্না মালদার (আখাউড়া)

কারো গুনগনে নয়
বিপ্লবে কবি হয়
মহা জগৎ মাঝে সূর্য শক্তি
জন্য কল্যানে ভক্তি
আকাশ মাঝে উড়াতে হবে ঈগলের পাল
পরিষ্কার করে দিবে নিজ স্বার্থে জনজাল,
জলিবে যখন জন্য মশাল
স্বাক্ষী থাকবে এই মহাকাল
প্রশংসা শুনে উজ্জল মোখে যাহাজন অন্যায়কে করে বরণ
তারাই আজ বাংলা মাথায় চরে এখন
নেয়ায় কে করে কৃপন
অন্যাই কে করে আপন
ক্ষমতাই নয়,
অর্থে নয়
বিজ্ঞানে বিজ্ঞানী হতে হয়
আনিতে পারিবে নুবেল
দিতে পারিবেনা চরকাই একবিন্দু তেল
লেখা লেখি হতে হয় জন কল্যান
এতেই হয় মানব কল্যান।
………………………..

খোদা তুমি
আব্দুল কুদ্দস মান্না মালদার (আখাউড়া)

জগৎ ছাড়ি দিব পাড়ি
খোদা তোমার কাছি
সষ্ট্রা সৃষ্টি করেছ তুমি সবই
অস্বীকার করে তোমায় কিছু মিথ্যাবাদী
আকাশ মাঝে রেখেছ শূন্য
মানব কল্যানের জন্য
তুমার জমিতে দিয়েছ অরন্য
মানব উন্নয়নের জন্য
দিয়েছ স্বর্ণ নারীর গহনার জন্য
দিয়েছ তুমি শয়তান
ধ্বংশ করছে মানব কল্যান
তোমার প্রতি আনিতে ঈমান
নবী- রাসূল তার ঐ প্রমান
মানুষ মানুষকে করেছ অসম্মান
তাকে কমে নাই সত্তের মান।
রাখতে পেরিছি তোমার প্রতি ইমান।
মোহাম্মদ এর উম্মত বলে এটা আমার সবচেয়ে বড় সম্মান
…………………….

পুতুল
আব্দুল কুদ্দস মান্না মালদার (আখাউড়া)

এই আকাশ নতুন আমার তরে
মহাজগৎ মাঝে জন্মানোর তরে
মাটির তৈরি পুতুল
খোদা বলে করেছ ভূল
দিতে হবে ভূলের মাসূল
প্রহর থাকিতে ফোটাও ফুল
আকাশে উঠাও সষ্ট্রার পাল
জীবন হবে নেয়াই এর মশাল।
………………………..

পুলিশ বন্ধু
আব্দুল কুদ্দস মান্না মালদার (আখাউড়া)

অস্ত্র আছে ক্ষমতা নাই
কি করবে জন বন্ধু পুলিশ ভাই
করে ছিল তারা শপথ
জন কল্যানে থাকবে এরা রাজপথ
উচ্চ সিংহাসনের আসন
তাদের কাছে রাজনীতির শুষণ
মাঝে মাঝে জন সাধারনের খোব
উচ্চ সিংহাসন কেঁেপ উঠে খুব
মাঝে মধ্যে অপারেশন
জনতা ঐক্য হলে তা হয় মূল কারন
…………………………….

বানী
আব্দুল কুদ্দস মান্না মালদার (আখাউড়া)

ঐক্য গঠন করা মহত্য প্রমান
ক্ষমতা না পেলে কাঁধবেনা মোর ঈমান
মানুষত্য যার
দূর্নীতি নহে তার
পশু মানবকে?
দূর্নীতি করে যে।
ইশ^র চির কল্যান
মহালয় মাঝে নেই তার সমকল্যান

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাবা দিবস আজ

তানিয়ার সাথে বাগদানের খবর জানালেন বাপ্পা মজুমদার

আলেকজান্ডার ক্যাসেলে তিনদিন ছিলেন কবিগুরু : নির্মলেন্দু গুণ (ভিডিও)

রবীন্দ্রনাথকে এখনও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব হয়নি: শামসুজ্জামান খান

জীবন বাবুর চিঠিতে একাই দশ চরিত্রে মোশাররফ করিম

নববর্ষের দিন উন্মুক্ত স্থানে ৫টার পর অনুষ্ঠান বন্ধ