রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

জ্যান্ত কই গিলে ফেলল শিশু! অতপর…

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা রহিম শেখ। সম্প্রতি তার বাড়িতে ঘটে এক দুর্ঘটনা। বাড়ি ফেরার পথে কই মাছ কিনেন রহিম। তার স্ত্রী আমিনা যেখানে মাছগুলে রেখেছিলেন তার কাছেই খেলছিলো তাদের দুই সন্তান রাহুল ও হামিদ। চার বছর বয়সী রাহুল তার ছোটভাই হামিদের (বয়স ৮ মাস) মুখে খেলাচ্ছলে ঢুকিয়ে দেয় জ্যান্ত কইমাছগুলোর একটি। শিশুপুত্রের চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে বুঝতে পারেন কী অঘটন ঘটে গেছে!

শিশুটিকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় ওই গ্রামের হাসপাতালে। রাতে তাকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

হামিদকে দেখার পরে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক পি কে মণ্ডলের নেতৃত্বে চার জনের দল গঠন করা হয়। মাত্র দশ মিনিটে ল্যারিঙ্গোস্কোপি করে শিশুর শ্বাসনালীতে আটকে থাকা কই বের করে ফেলেন তারা। কই মাছটি তখনও বেঁচে ছিলো!

Print Friendly, PDF & Email