রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ভৈরবে ভেজাল মধু তৈরি চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

নিজস্ব প্রতিনিধি :  র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপনসূত্রে সংবাদ পায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কমলপুর (নিউ টাউন) গ্রামস্থ মমতাজ বেগম এবং মফিজুল মিয়ার বাড়িতে কতিপয় অসাধু ব্যবসায়ী ভেজাল মধু তৈরি করে। উক্ত সংবাদের ভিত্তিতে ভৈরব নেতৃত্বে একটি আভিযানিক দল  উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মমতাজ বেগমের বাড়ি হতে ভেজাল মধু ব্যবসায়ী ১।
মং এলা নিলয় চাকমা (৩৫), পিতা- মৃত মংসু চাকমা,        ২। সাইকল্লা (১৮), পিতা- মৃত মং চিয়ন, ৩। মতিলাল (২৮), পিতা-মংসুতাইন, সর্বসাং-ওয়াইকন, পোষ্ট-হরিকলা,   থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দেরকে এবং মফিজুল মিয়ার বাড়ি হতে ৪। রবি চাকমা (২৯), পিতা-চিং পুছিং চাকমা সাং-ওয়াইকন, পোষ্ট-হরিকলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে ভেজাল মধু তৈরি করার সময় হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে পর্যায়ক্রমে ০৩ (তিন), ০৭ (সাত), ০৩ (তিন) এবং ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Print Friendly, PDF & Email