মঙ্গলবার, ৩০শে জানুয়ারি, ২০১৮ ইং ১৭ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

পাক-ভারত সীমান্তে গোলাগুলি: নিহত ৭, ব্যাপক উত্তেজনা

আজাদ কাশ্মীরের নিয়ন্ত্ররণ রেখায় ভারতীয় বাহিনী ও পাক সেনাদের গোলাগুলিতে ৭ সেনা সদস্য নিহত হয়েছে। নিহতদের মাঝে ৩ জন ভারতীয় সেনা ও ৪ জন পাকিস্তানের সেনা সদস্য রয়েছেন। এ ছাড়াও বহু আহত হয়েছেন। সোমবার পাক-ভারতের জান্দরোট সীমান্তে দুই বাহিনীর মাঝে গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতের ঘটনায় দুই বাহিনীর মাঝে ব্যাপক উত্তেজনা কাজ করছে।

পাক-ভারতের পাল্টাপাল্টি পরমাণু যুদ্ধের হুমকি আসার একদিন পরই দুই দেশের সীমান্তে এ ধরণের হামলার ঘটনা ঘটলো।

পাক সেনাবাহিনীর আন্ত জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সীমান্তে পাক সেনারা রাস্তা মেরামতের কাজ করছিল। এসময় ভারতীয় বাহিনী এলোপাথাড়ি গুলি শুরু করে। হামলার পাল্টা জবাবে ভারতীয় বাহিনীর সদস্যরা নিহত হয়। এ ছাড়াও বেশি কিছু সদস্য আহত হয়।

উল্লেখ্য, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতির জন্য ২০০৩ সালে পাক ও ভারতীয় বাহিনীর মাঝে চুক্তি সংঘটিত হয়েছিল। তবে এ চুক্তি লঙ্ঘন করেই দুদেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। চলতি মাসের চার জানুয়ারিতেও ভারতীয় বাহিনীর গুলিতে ৩ জন পাকিস্তানি নাগরিক আহত হয়েছিল। এর আগে গত বছরের আগস্ট মাসে ভারতীয় বাহিনীর গুলিতে ৩ পাকিস্তানি সৈন্য নিহত হয়। সূত্র: ডন উর্দু