মঙ্গলবার, ৩০শে জানুয়ারি, ২০১৮ ইং ১৭ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

টেস্ট ক্রিকেটে ১০০ বছরের ইতিহাসে প্রথম মহারাজ

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে স্পিনার হিসেবে বল করে ১০০ বছরের ইতিহাসে প্রথম হিসেবে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশন মহারাজ। একই স্পিনার দিয়ে বোলিং করানোর জন্য শত বছরের প্রথম অধিনায়ক হয়ে থাকলেন দেশটির অধিকার ফাফ দুপ্লেসিস।

রোববার সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩৩৫ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে ভারত। দুপুরে খাবারে শুরুর আগে সময় কম থাকলেও ব্যাটে নামেন ভারতীয় ওপেনাররা। তখনই সবাইকে চমকে দিয়ে বাঁ হাতি স্পিনার কেশব মহারাজকে দিয়ে বোলিং শুরু করান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

উল্লেখ্য, কেশবের প্রথম বল ফুলটস পেয়ে কভারের ওপর বাউন্ডারিও হাঁকান ভারতীয় ওপেনার মুরলি বিজয়। পরে অবশ্য এই বাঁহাতি বোলারের বলেই ভুল শট খেলে উইকেট দিয়ে আসেন মুরলি। তৃতীয় দিনের খেলা শুরুর আগে ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৮৩। ক্রিজে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (৮৫) এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (১১)।