মঙ্গলবার, ৩০শে জানুয়ারি, ২০১৮ ইং ১৭ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

২০২২ বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারেই

স্পোর্টস ডেস্ক : ফিফা ২০২২ বিশ্বকাপ ফুটবলের প্রত্যেকটি ম্যাচ কাতারেই অনুষ্ঠিত হবে। কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির সাধারণ সম্পাদক হাসান আল থাওয়াদি শুক্রবার এ কথা বলেন।

সৌদি জোটের অবরোধের কারণে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের কিছু ম্যাচ কাতারে অনুষ্ঠিত না হয়ে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সেই গুঞ্জন একেবারে নাকচ করে দিয়ে হাসান আল থাওয়াদি বলেন, মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে নয়। ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। আটটি ভেন্যুতে ৬৪টি ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের অভিযোগে ২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি জোট।

অবরোধ উঠিয়ে নেওয়ার জন্য পরে দফায় দফায় দোহাকে শর্ত পাঠায় সৌদি জোট। তবে জোটের সেই দাবি বরাবরই নাকচ করে দিয়ে আসছে কাতার। সূত্র : আলজাজিরা, এএফপি