বুধবার, ৩১শে জানুয়ারি, ২০১৮ ইং ১৮ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

রাবিতে বাড়ছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা

পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট ৩৬ জন বিদেশি শিক্ষার্থী আবেদন করেছে। এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আবেদনকৃত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে কূটনৈতিক জটিলতা নিরসন, সহজতর ভর্তি প্রক্রিয়া, টিউশন ফি হ্রাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করায় বিদেশি শিক্ষার্থীরা রাবিতে পড়তে আগ্রহী হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্র
জানায়, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য নেপাল, সোমালিয়া ও জর্ডানের মোট ৩৬ জন বিদেশি শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে স্নাতক পর্যায়ে আবেদনকারী ২০ জন ও স্নাতকোত্তর পর্যায়ে আবেদনকারী ১৬ জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন যাচাই-বাছাই শেষে মোট ৩১ জনকে
প্রাথমিক মনোনয়ন দিয়েছে।

এর আগে, গত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আবেদন করেছিল মোট ৩৪ জন বিদেশি শিক্ষার্থী। যাচাই-বাছাই শেষে মোট ২৯ জনকে ভর্তির জন্য মনোনিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
জানা যায়, বিভাগগুলোতে একাডেমিক জটিলতার কারণে গত শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ বছর ভর্তি করা হচ্ছে।