বুধবার, ৩১শে জানুয়ারি, ২০১৮ ইং ১৮ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

কেরলে জুম্মার নামাজ পড়ালেন নারী ইমাম জামিতা

ভারতের কেরলে শুক্রবার জুম্মার নামাজে ইমামতি করেছে জামিতা (৩৪) নামে এক নারী। বলা হচ্ছে, দেশের প্রথম নারী ইমাম হিসেবে তিনি জুম্মার নামাজ পড়িয়েছেন। সাধারণত পুরুষরা ইমামতির দায়িত্ব পালন করে থাকেন।

কোরান সুন্নত সোসাইটির সাধারণ সম্পাদক জামিতা পরিচিত ‘জামিতা টিচার’ নামে। সোসাইটি সূত্রের খবর গতকাল সোসাইটির অফিসে নামাজ পড়ার জন্য হাজির হয়েছিলেন নারীসহ প্রায় ৮০ জন। তাঁদের নামাজ পড়ান মহিলা ইমাম জামিতা।

বৈষম্যের বিরুদ্ধে বহুদিন ধরেই সরব জামিতা। কট্টরপন্থী মুসলিমরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ছাড়তে হয়েছে তিরুঅনন্তপুরম। জামিতাকে আশ্রয় দেয় কোরান সুন্নত সোসাইটি। জামিতার কথায়, ‘কোরানে নারী-পুরুষদের সমান অধিকারের কথা স্পষ্ট ভাবে বলা রয়েছে। কিন্তু অনেক পুরুষই সহ্য করতে পারেন না কোনো মহিলা নামাজ পড়াবেন। এই সিদ্ধান্তের জন্য প্রবীণরাও আমার সমালোচনা করেছেন।’ খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।