শনিবার, ১০ই ফেব্রুয়ারি, ২০১৮ ইং ২৮শে মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

পাকিস্তানে ‘ভ্যালেন্টাইনস ডে’ উদযাপন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : শুরু হয়ে গেছে তোরজোর। পর পর সাতদিন একের পর এক সেলিব্রেশন। শেষে বহু প্রতীক্ষিত সেই ভ্যালেন্টাইনস ডে। বিশ্বের সর্বত্রই এই ভ্যালেন্টাইনস ডে’র জ্বর এখন তুঙ্গে। কিন্তু পাকিস্তানে যেন সবই বিপরীত। ভালোবাসার সেলিব্রেশনে এই দেশে প্রবল আপত্তি।

একদম সরকারি স্তরে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পাকিস্তানে নাকি সুপ্রিমকোর্ট নিষেধাজ্ঞা জারি করে জানিয়েছে, কেউ কোথও যেন ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট না করেন। সেজন্য আগে থেকেই টেলিভিশন, রেডিও চ্যানেলে বিশেষ ঘোষণা করে সতর্ক করা হচ্ছে পাকিস্তানের প্রেমিক–প্রেমিকাদের।

শুধু তাই নয়, এমনকি সংবাদ মাধ্যমেই এই সংক্রান্ত কোনও বিজ্ঞাপন বা অনুষ্ঠান দেখানো যাবে না। ২০১৭ সাল থেকেই এই নির্দেশিকা জারি করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। এবছরও সেই নিষেধাজ্ঞা বহাল থাকছে বলে সরকারি তরফে জানানো হয়েছে।