বুধবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৬ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

‘আত্মবিশ্বাসে ঘাটতি বাংলাদেশি পেসারদের মূল সমস্যা’

স্পোর্টস ডেস্ক : একমাত্র মাশরাফি বিন মুর্তজা ছাড়া নির্ভরযোগ্য এবং ধারাবাহিক পেস আক্রমণ বাংলাদেশে হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে। পেসারদের অবস্থা ছন্নছাড়া। মাশরাফি তো ক্রিকেটের দুই ফরম্যাটে খেলেন না; তাই তার ওপর নির্ভর করাও যাচ্ছে না। নতুন প্রজন্মের পেসাররা উঠে আসছে, কিন্তু কোথাও একটা সমস্যা থেকেই যাচ্ছে। সমস্যা সমাধানে ৯ দিনের বিশেষ অনুশীলন ক্যাম্প শুরু করেছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সেখানে পেসাররা নিজেরাও বোঝার চেষ্টা করছেন সমস্যা কোথায়।

যেমন কামরুল ইসলাম রাব্বি। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকও হয়ে গেছে। কিন্তু জাতীয় দলে নিয়মিত হতে পারছেন না। টেইল এন্ডারে তার ব্যাটিংটাও টেস্ট ক্রিকেটের উপযোগী। কিন্তু আসল অস্ত্র বোলিংয়ের ধার দ্রুতই কমে যায়। অনেকেই বলে থাকেন, এদেশের পেসারদের স্কিলে সমস্যা আছে। রাব্বি কিন্তু তা মনে করেন না। তার মতে, পেসারদের আসল সমস্যা আত্মবিশ্বাসে ঘাটতি।

মিরপুরে অনুশীলন ক্যাম্পের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তরুণ এই পেসার বলেন, ‘আমি মনে করি, আমরা যারা পেস বোলার আছি তাদের আত্মবিশ্বাসে উন্নতি করতে হবে। আমরা হয়তো মাঠে অতটা আত্মবিশ্বাসী থাকি না। একটি জিনিস করতে চাচ্ছি সেটা হবে কী না তা নিয়ে দ্বিধায় থাকি। আমি হয়তো একটা ইয়র্কার করতে চাচ্ছি, আবার ভাবছি হয়তো ইয়র্কার করতে পারব না। এই না শব্দটা ভুলে যেতে হবে।’

অন্য দেশের পেসারদের সঙ্গে নিজেদের তুলনা টেনে রাব্বি বলেন, ‘আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। অন্য সব দেশের পেসাররা এদিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে। ওরা সব সময় ইতিবাচক থাকে। মাঠে আত্মবিশ্বাসী হতে পারলে আমরা সবাই ভালো পারফম করতে পারব।’

নিজেদের স্কিল নিয়ে এই পেসার আরও বলেন, ‘আমি মনে করি, আমরা এখানে সব কিছুই নিখুঁত করছি। কেউ ইয়র্কার, কেউ অফ কাটার, কেউ লেগ কাটার নিয়ে কাজ করছে। সুইং, বাউন্সার নিয়ে কাজ হচ্ছে। যেখানে যে দুর্বল অনুভব করে সেখানে তাকে নিয়ে কাজ চলছে। খুব ভালো অনুশীলন হচ্ছে। এখন মাঠে কিভাবে প্রয়োগ করবে সেটাই বড় ব্যাপার।’

Print Friendly, PDF & Email