বুধবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৬ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

কানে এয়ারফোন, ট্রেনে কাটা পড়ে ৬ কিশোরের মৃত্যু

কানে এয়ারফোন লাগিয়ে ট্রেন লাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ৬ কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিনগত মধ্যরাতে রাতে উত্তর প্রদেশের হাপুর নামের একটি এলাকায়। এঘটনার আহত এক কিশোর। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা জানায়, এই ৬ কিশোরের কানে এয়ারফোন লাগানো থাকায় এরা প্রবল গতিতে ছুটে আসা ট্রেনের শব্দ শুনতে পায়নি। ট্রেনে কাটা পড়ার পরপরই এদের মৃত্যু হয়েছে। এদের সঙ্গী অপর এক কিশোর গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক। এই কিশোরদের বয়স ১৪ থেকে ১৬র মধ্যে।

আহত ও নিহত সবাই পেশায় দিনমজুর।

নিহতরা হচ্ছে বিজয়, আকাশ, রাহুল, সমীর, আরিফ ও সেলিম।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

মুম্বাই পৌঁছালো শ্রীদেবীর মরদেহ, বুধবার শেষকৃত্য

দেহের বিনিময়ে ত্রাণ নিতে হচ্ছে সিরীয় নারীদের

গৌথায় দিনে ৫ ঘন্টার অস্ত্রবিরতির নির্দেশ

সৌদি আরবের প্রথম নারী মন্ত্রী রামাহ

ছোট বোনকে মাস্ক পরিয়ে মৃত্যুর কোলে বড় বোন

চট্টগ্রামে বোমাবাজি, হাতাহাতিতে পণ্ড ছাত্রলীগের সম্মেলন