শনিবার, ১০ই মার্চ, ২০১৮ ইং ২৬শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীর জনসভা মঞ্চে ‘বঙ্গবন্ধু’

শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আজকের বিশাল জনসভার মঞ্চে তৈরি করা হয়েছে জাতির জনকের ম্যুরাল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐহিত্যের স্বীকৃতি পাওয়ায় দিবসটি উপলক্ষে এ জনসভার আয়োজন করেছে দলটি।

ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে এখন জাতির জনকের ভাষণ বাজানো হচ্ছে। কিছুক্ষণ পর বরেণ্যে শিল্পী গান পরিবেশন করবেন।

এ প্রসঙ্গে দলের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিল্পী মমতাজ বেগম, রথীন্দ্রনাথ রায়, শফি মণ্ডল, আলম দেওয়ান, তমালিকা চক্রবর্তী, লালন শিল্পী বর্ষা সংগীত পরিবেশন করবেন। বিকাল ২টায় শুরু হবে আলোচনা পর্ব। শুরুতেই কবি নির্মলেন্দু গুণ ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতা আবৃত্তি করবেন।’

নির্বাচনী বছরে রাজধানীতে এটিই হবে আওয়ামী লীগের প্রথম জনসভা। তাই লোক সমাগমের দিক থেকে দলীয় নেতারা ভাঙতে চান অতীতের সব রেকর্ড। এ জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নির্বাচন সামনে রেখে দল ও দেশবাসীকে চারটি বিশেষ বার্তা দেবেন বলে দলীয় নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Print Friendly, PDF & Email