মঙ্গলবার, ২৭শে মার্চ, ২০১৮ ইং ১৩ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

উন্নয়নশীল মর্যাদায় অর্জনের উপলক্ষে বাঞ্ছারামপুর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল মর্যাদায় বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের  সাফল্য উদযাপন উপলক্ষে বাঞ্ছারামপুরে  আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে  উপজেলা নির্বাহী অফিসার. শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.নুরুল ইসলাম।
 বক্তব্য রাখেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, উপজেলা কৃষি অফিসার মো.জামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিসেস সুরভী আক্তার প্রমূখ।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম  বলেন,  ডেভলপিং কান্ট্রি’ হতে যে তিনটি শর্ত পূরণ করতে হয়, তা বাংলাদেশ অর্জন করেছে। শর্ত অনুযায়ী একটি দেশকে উন্নয়নশীল হতে হলে সেই দেশকে প্রথমত, মাথাপিছু আয়, মানব সম্পদের উন্নয়ন সবকিছুতে  জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে।
উপজেলা প্রাথমিক সমিতির সভাপতি মীর রফিকুল ইসলাম বলেন, জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের মূল্যায়ন কমিটি বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে।
Print Friendly, PDF & Email