রবিবার, ২৫শে মার্চ, ২০১৮ ইং ১১ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

আমিরাতের কাছে হেরে বিশ্বকাপ অনিশ্চিত জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়ল জিম্বাবুয়ের।বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে আমিরাতের কাছে ডি/এল মেথডে হেরেছে দলটি। এদিন প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৩৫ রান করে আমিরাত। জবাবে জয় থেকে ৪ রান দূরেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। এর ফলে তাদের তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের দিকে। সেই সাথে অংকের জটিল হিসাব তো আছেই।

এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে শফিক আহমেদকে হারায় আমিরাত। এরপর গুলাম সাব্বেরের সাথে ৭৪ রানের জুটি গড়েন অধিনায়ক রোহান মুস্তফা (৩১)। সাব্বেরের ৪০, রামিজ শাহজাদের ৫৯ ও শাইমান আনোয়ারের ৩৩ রানে ভর দিয়ে ৪৭. ৫ ওভারে ২৩৫ রান করে আমিরাত। জিম্বাবুয়ের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। এছাড়া ২টি উইকেট নিয়েছেন টেন্ডাই ছাতারা।

বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকায় ডি/এল মেথডে জিম্বাবুয়ের জন লক্ষ্য নির্ধারিত হয় ৪০ ওভারে ২৩০ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। তবে পিটার মুর ও সিয়ান উইলিয়ামসের ৭৯ রানের জুটি জয়ের স্বপ্ন দেখায় স্বাগতিকদের। মুর আউট হয়ে যান ব্যক্তিগত ৩৯ রানে। এরপর উইলিয়ামসের সাথে যোগ দেন সিকান্দার রাজা। ২৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে তিনিও আউট হয়ে যান। তবে দলীয় ২০৬ রানে উইলিয়ামস আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। উইলিয়ামস ৮০ বলে ৮০ রান করেন। সর্বশেষ নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ২২৬ রান করতে পারে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর :

সংযুক্ত আরব আমিরাত : ২৩৫/৭ (৪৭.৫ ওভার) (রোহান ৩১,সাব্বের ৪০, শাহজাদ ৫৯, আনোয়ার ৩৩, নাভিদ ২২*; টেন্ডাই ২/৪৯, রাজা ৩/৪১)।

জিম্বাবুয়ে : (২২৬/৭) (৪০ ওভার) (মুর ৩৯, উইলিয়ামস ৮০, রাজা ৩৪, এরভিন ২২*; নাভিদ ৩/৪০*, রোহান ২/৫৬)।
ফলাফল : সংযুক্ত আরব আমিরাত ৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ নাভিদ।

Print Friendly, PDF & Email