রবিবার, ২৫শে মার্চ, ২০১৮ ইং ১১ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতে গো-মাংস বিক্রেতাকে হত্যায় ১১ জনের যাবজ্জীবন

ভারতে গো-মাংস বহন ও বিক্রির অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনায় বিজেপি নেতাসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঝাড়খণ্ডের রামগড় জেলার ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত দ্বিতীয় বিচারক ওম প্রকাশ এ রায় দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে আছে স্থানীয় বিজেপি নেতা নিত্যানন্দ মাহাতো।

১২তম আসামি ঘটনার সময় ১৬ বছরের কিশোর থাকায় তার সাজা আপাতত স্থগিত রেখেছেন বিচারক। যদিও সরকারি আইনজীবী আদালতে আবেদনে নারকীয় ওই ঘটনায় জড়িত ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করতে বলেছেন।

নিহতেদর পরিবার যাতে যাবতীয় ক্ষতিপূরণ পায় তা লক্ষ্য রাখতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক ওম প্রকাশ।

গতবছরের জুনে রামগড়েই ৫৫ বছরের আলিমুদ্দিন আনসারিকে গো-মাংস বহনের অভিযোগে পিটিয়ে মেরেছিল স্থানীয় গো-রক্ষা সমিতির সদস্যরা। তার গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়।

ওই নৃশংস ঘটনার ঠিক আগের দিনই প্রধানমন্ত্রী গো-রক্ষার নামে কাউকে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করেছিলেন। তার পরদিনই গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় সমালোচনার ঝড় ওঠে।

উল্লেখ্য, ভারতে এটাই প্রথম ঘটনা যাতে গো-মাংস বহন ও বিক্রির অভিযোগে পিটিয়ে মুসলমান হত্যার বিচার করা হলো। নয়তো ইতোপূর্বে গো-সংশ্লিষ্ট অভিযোগে নির্মম পন্থায় মুসলমান নির্যাতনের বহু ঘটনা রয়ে গেছে, যেগুলোর কোনো বিচার মুসলিমরা পাননি।

Print Friendly, PDF & Email