সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

সৈকতে ভেসে আসা তিমি রক্ষায় জরুরি উদ্যোগ

অনলাইন ডেস্ক : দিক হারিয়ে অস্ট্রেলিয়ার সৈকতে হঠাৎ ভেসে আসা দেড়শ তিমি রক্ষায় কর্তৃপক্ষ জরুরি উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কল্যাণে আলোচনায় উঠে আসা দিক হারানো তিমিগুলো পার্থের দক্ষিণে ৩০০ কিলোমিটার দূরে হামিলিন বে-তে তিমিগুলোকে এক জেলে প্রথম দেখতে পান।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান (ডিব্লিউএ) কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও এরইমধ্যে অর্ধেক তিমি মারা গেছে। তবে জীবিত থাকা তিমিগুলো দ্রুত উদ্ধারে কাজ চলছে। এগুলো শর্ট-ফাইনড পাইলট প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে।

জেরিমি চিক নামে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, প্রাণীগুলোর শারীরিক অবস্থা, বাতাস এবং ওই এলাকার আবহাওয়ার বর্তমান অবস্থায় তাদেরকে (তিমি) পানিতে ফিরিয়ে নিতে বেশ বেগ পেতে হবে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন স্মিথ-ওয়ার্নার

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গুগল ডুডলে স্বাধীনতা দিবস

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

ইয়েমেনে ক্ষুধার্ত শিশুদের জন্য দরকার ৩৫০ মিলিয়ন ডলার

আজমীর শরীফের দরগায় সোনিয়া-রাহুলের