বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বাগেরহাটে বৈশাখী মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলার আজ রোববার শেষ হচ্ছে। হাজার হাজার নারী পুরুষ আর শিশুদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন।

আর এ উপলক্ষ্যে নানা আয়োজনে সাজানো হয়েছে মেলা উৎসব। পুরো মাঠ জুড়ে রয়েছে বিভিন্ন ষ্টল, রয়েছে নাগরদোলা, সাংস্কৃতি অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান। পুলিশ প্রশাসনের নিশ্চিদ্র নিরাপত্তা আর পৌর মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদারের নজরদারিতে অনুষ্ঠিত বৈশাখী মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।

মেলার দর্শনার্থী প্রেসক্লাব সাধারণ সম্পাদক গনেশ পাল বলেছেন, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বৈশাখী মেলা মোরেলগঞ্জে একটি নজিরবিহীন ইতিহাস। এমনিতেই রাজনৈতিক দলাদলি, পারস্পরিক প্রতিহিংসার কারনে মোরেলগঞ্জে সাংস্কৃতিক অঙ্গন এখন নির্জীব হয়ে পড়েছে। সেখানে পৌর মেয়রের উদ্দ্যোগে অনুষ্ঠিত এ মেলা এলাকাবাসীর মনে প্রশান্তির সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

শিশু দর্শনার্থী শামছুন নাহার জুথি.  তরিকুল ইসলাম,আব্দুল্লাহ আল সাফিন, শেখ রিফাতুল ইসলাম জনি ,  জানায়, তারা এ মেলায় এসে খুবই আনন্দ উপভোগ করেছে।তাদের খুব ভালো লেগেছে।

এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এ মেলা শনিবার বিকেল সাড়ে ৫ টায় উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু ।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।

বক্তব্য রাখেন,ম্যানেজিং কমিটির সদস্য শেখ হারুন, এইচএম শহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার। আলোচনার পর শান্তির পায়রা , বেলুন উড়িয়ে এবং ‘এসো হে বৈশাখ এসো হে’ দলীয় সংগীতের মাধ্যমে মেলার উদ্ধোধন ঘোষনা করা হয়।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বা হয়রানির অভিযোগ ভিত্তিহীন : এইচ টি ইমাম

খুলনায় বাস খাদে পড়ে নিহত ৫

ইসমাইল চৌধুরী সম্রাট গুরুতর অসুস্থ

হ্যালো বললেই মিলছে ইয়াবা!

নাটোরে স্ত্রী হত্যায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫