বৃহস্পতিবার, ১৯শে এপ্রিল, ২০১৮ ইং ৬ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালে মহাসমাবেশ হবে

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে নিয়োগে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

তিনি জানান, ওই মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩০ ভাগ কোটা বহালের দাবি জানানো হবে।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকে গত ৮ এপ্রিল থেকে সারা দেশে ব্যাপক ছাত্র আন্দোলন হয়।

এর প্রেক্ষিতে গত ১১ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না। সব নিয়োগ শতভাগ মেধার ভিত্তিতে সম্পন্ন হবে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ঘুষের টাকাসহ গ্রেপ্তার প্রধান নৌ প্রকৌশলী রিমান্ডে

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে ১২ সম্পাদক

প্রবাসীদের ভোটাধিকার ‘পরের বার’

কল্যাণপুরে জঙ্গি আস্তানার তদন্ত প্রতিবেদন দাখিল ৩১ মে

সিএনজি মালিকদের কর দিতে হবে : এনবিআর

লন্ডনে আরিফ খান জয়ের ওপর হামলা