বুধবার, ২০শে জুন, ২০১৮ ইং ৬ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

প্রায় পাঁচ ঘন্টা পর চালু হলো ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম সিলেট রেলপথ

স্টাফ রিপোর্টার : প্রায় পাঁচ ঘন্টা পর চালু হয়েছে চট্রগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেলযোগাযোগ।  মঙ্গলবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামবাড়িতে চট্টগ্রাম অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্বারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে রেললাইন এবং সিগনাল পয়েন্ট মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়।

আরও : সন্তানের নাম রাখা নিয়ে ভোটাভুটি

ইমামবাড়ি রেলষ্টেশনের স্টেশন মাস্টার নুরুল হক জানান ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম সহ পূর্বাঞ্চল রেলপথের উর্দ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্বার কাজ তদারকী করেন।

রেলপথ মেরামত শেষে কসবা রেলষ্টেশনে আটকাপড়া ঢাকাগামী মহানগর গোধুলী কসবা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সন্তানের নাম রাখা নিয়ে ভোটাভুটি

সাইকেল চালিয়েই নদী পার!

বিশ্ব রেকর্ড গড়ে অস্টেলিয়ার বিপক্ষে জয় পেলেন ইয়ন মর্গানেরা

ইনি কিন্তু ‘মেসি’ নন!

‘বিকৃত মনের পুরুষরাই সহকর্মীর কোমর-বুকে তাকায়’

ওষুধ রপ্তানিতে আগামী কয়েক বছরে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ