রবিবার, ৩রা জুন, ২০১৮ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

দেরাদুনের উদ্দেশে দেশ ছাড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে ফিরে পরিবারকে সময় দিতে দলের সঙ্গে দেরাদুনের ফ্লাইট মিস করেছিলেন। কিন্তু টানা ক্রিকেটে থাকার ক্লান্তি না কাটতেই উড়াল দিলেন দেরাদুনের উদ্দেশে।

আজ বৃহস্পতিবার সকালের ফ্লাইটেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ সকাল দশটার ফ্লাইটে দিল্লির উদ্দেশে দেশত্যাগ করেন সাকিব আল হাসান। সেখান থেকে দেরাদুনে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। সাকিবের সফর সঙ্গী ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিমানবন্দর ত্যাগের শেষ মুহূর্তে সাকিব সাংবাদিকদের বলেন, মুস্তাফিজের ইনজুরি দলের জন্য বড় ক্ষতি। তবে রাহি, রনিদেরও এই সুযোগ কাজে লাগাতে বলেছেন টাইগার অধিনায়ক।
দেরাদুনে যাওয়ার আগে তিনি বলেন, সিরিজ জয়ের বিকল্প কিছুই ভাবছেন না। কন্ডিশন প্রতিপক্ষ যেমনই হোক না কেন সিরিজ জয় ছাড়া ভাবনায় অন্য কিছু নেই সাকিবের।

ম্যাচ বাই ম্যাচ এগুনোর পরিকল্পনাতে বাধা মুস্তাফিজের ইনজুরি। সুযোগ কাজে লাগাতে বলছেন অন্য পেসারদের।
রাশিদ-মুজিদের থেকে স্পিনে পিছিয়ে থাকলেও পেস অ্যাটাকে এগিয়ে ছিল টিম টাইগার্স। ফিজ না থাকলেও রুবেল, রাহি, রনি, রাজুতে বিশ্বাস রাখছেন প্রধান নির্বাচক।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৩ জুন। বাকি দুটি ৫ ও ৭ জুন।

Print Friendly, PDF & Email