বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ডেঙ্গুর থাবায় সোনালী ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু, ৪ মাসে ঢাকায় আক্রান্ত ১১৭ জন

গত ৪ মাসে ডেঙ্গু রোগের থাবায় ঢাকা শহরে ১১৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ গত ৮ জুন ঢাকার সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে থাকাবস্থায় মৃত্যুবরণ করেন সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ফারা।

স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ আয়েশা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় (১২ জুন) ঢাকা শহর এলাকায় আক্রান্ত হন সাতজন। হাসপাতালে ভর্তি আছেন ১১৭জন, ছাড়পত্র পেয়েছেন ১০৫জন ও ভর্তি আছেন ১০জন।

ডেঙ্গু হেমরেজিকে মৃত্যুবরণকারী ফারার মামা শ্বশুর তাসিফুল হুদা হিটন বুধবার এ প্রতিবেদককে জানান, আক্রান্ত হবার তিনদিনের প্রান্তে চট্টগ্রামের হালিশহরের মেয়ে ফারার মৃত্যু হয়। তার ইন্টারনাল ব্লিডিং প্রচুর হয়েছিল, ১২ ব্যাগ রক্তদান করতে হয়েছিল।

একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত স্বামী পল্লব ও দুই সন্তানসহ ঢাকার পরীবাগে বাস করতেন ফারা। প্রায় তিন বছর হয়েছিল তার চাকরির বয়স। এ দম্পত্তির সাড়ে তিন বছরের ছেলে ইলতেমিন ও ৮ মাস বয়সী আজিহা নামের এক কন্যা সন্তান আছে। ফারাকে চট্টগ্রামে দাফন করা হয়। তার শ্বশুরবাড়ি খুলনার দৌলতপুরে।

বিয়ের প্রায় পাঁচ বছরের প্রান্তে ফারার এমন মৃত্যু মানতে পারছেন না পল্লব। ফারার মামা শ্বশুর তাসিফুল হুদা হিটন জানান, মানসিকভাবে পল্লব ভীষণ ভেঙে পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম সূত্র বলছে, গত চার মাসে আক্রান্তদের মধ্য থেকে ৯০জনই চিকিৎসা গ্রহণ করেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ২জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ৯জন মিটফোর্ড হাসপাতালে, পৃথকভাবে ৬জন ঢাকা শিশু হাসপাতাল ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে, ২জন পিলখানাস্থ বিজিবি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। বেসরকারি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি ছিল সেন্ট্রাল হাসপাতালে, ৩২জন। সেন্ট্রাল হাসপাতালের রোগী ফারা ব্যাতীত ইউনাইটেড হাসপাতালের একজন রোগীও মৃত্যুবরণ করেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর