শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ককটেল হামলা নিয়ে বিএনপির দুই নেতার কথোপকথন ফাঁস (অডিও)

ডেস্ক রিপোর্ট : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভার কাছে ককটলে বিস্ফোরণের ঘটনা নিয়ে দলটির দুই নেতার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এক মিনিট ৪৪ সেকেন্ডের ওই অডিও অনুযায়ী, নিজেদের লোক দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মোবাইল ফোনে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু।
এরই মধ্যে অডিওটি নিয়ে তদন্ত শুরু করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। অডিওটি সমকালের হাতেও পৌঁছেছে; তবে তা যাচাই করা সম্ভব হয়নি।

দুই বিএনপি নেতার অডিওর ভিত্তিতেই শনিবার রাতে মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম জানান, ওই হামলায় সংশ্লিষ্টতার বিষয়ে বিএনপির দুই নেতার একটি অডিও হাতে পাওয়ার পর মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করা হয়।
অডিও রেকর্ড অনুযায়ী মতিউর রহমান মন্টু তাইফুল ইসলামকে ফোন করেন। এরপর হামলার বিষয়ে কথা বলেন তারা।

কথোপকথনের রেকর্ড-
তাইফুল ইসলাম: জ্বি ভাই।
মতিউর রহমান মন্টু: ভালো আছো ?
তাইফুল: জ্বি ভাই।
মন্টু: ….তো গত পরশু দিন যে ঘটনা ঘটেছে তা শুনছো তো না-কি?
তাইফুল: …। ওই যে বোমা মারিছে ওই টা তো?
মন্টু: হ্যাঁ।
তাইফুল: সেইটা তো জানি।
মন্টু: জানো, তো কারা করলো, সেইটা কি জানো?
তাইফুল: হ্যাঁ?
মন্টু: কারা করেছে সেইটা কি জানো?
তাইফুল: তা জানি না।
মন্টু: যাক আমি যে কথাটা বলবো তা হজম করবা, পারলে জায়গা মতো বলবা। আমাদের দুই ভাই জড়িত।
তাইফুল: হ্যাঁ…?
মন্টু: আমাদের দুইজন জড়িত। বিএনপির লোক দিয়ে কাজ করানো হয়েছে। ভাইয়ের কাছ থেকে ক্রেডিট নেওয়ার জন্য আমার নির্দেশে কাজ করছে।
এরপর এক পর্যায়ে তাইফুল বলেন: হ্যাঁ, ঠিক আছে এইটা আমার বিশ্বাস হয়।
মন্টু: এটা হওয়ার সাথে সাথে…ভাইয়াকে…সব ঠিক হয়ে গেছে। আমার মিছিলে লোক কম পড়ছে। এটা তো দলের ক্ষতি হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় সাগরপাড়া বটতলার মোড়ে পথসভা চলাকালে গত মঙ্গলবার সকালে ওই হামলা করা হয়।
অডিওর ব্যাপারে নগর বিএনপির সাধারণ সম্পাদক কোনও মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ফোনে সমকালকে বলেন, মন্টুর মুখ থেকে এ ধরনের কথা আসাটা দুঃখজনক। এটা তার ভয়েস নাও হতে পারে। আর আমাকে ইঙ্গিত করেছে এটা সত্য নয়, সে নাটোর বলেছে, নাটোর মানেই আমি নই।
এদিকে রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মতিউর রহমান মন্টু ফোনে কথার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। ফোনালাপে তিনি যাদের কথা বলেছেন তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

উৎস: আমাদের সময়.কম।