রবিবার, ২৯শে জুলাই, ২০১৮ ইং ১৪ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

পঞ্চম শ্রেণির সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা ১৮ নভেম্বর

এবারের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর শুরু হবে। যা ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। আজ বুধবার ২৫ জুলাই সকালে প্রাথমিক ও গণশিক্ষা মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্যবার সকাল ১১টা থেকে এই পরীক্ষা শুরু হলেও এবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার সময় আগের মত আড়াই ঘণ্টাই থাকছে।

ডিসেম্বরের শেষ দিকে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রাথমিক ও ইবদেতায়ী সমাপনী পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা থাকে না। রবীন্দ্রনাথ জানান, পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হলেও এবার থেকে তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মক্কায় আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

৩০৮টি ব্যর্থ সম্পর্কের পর সঞ্জয়ের জীবনে মান্যতা

কুমিল্লার মামলায় ফের খালেদা জিয়ার জামিন আবেদন

মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি বীরকন্যা আহেদ তামিমি

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১০

মিশরে ৭৫ মুরসি সমর্থকের মৃত্যুদণ্ড