শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

যৌন সম্পর্কের জন্য সবচেয়ে ভালো সময় কোনটি?জেনে নিন

শারীরিক সম্পর্ক মোটেও হেলাফেলা করার কিছু নয়। এতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়, মেদ কমে, এমনকি সাম্প্রতিক গবেষণা বলছে এতে আয়ুও বাড়ে। কিন্তু যৌনতার জন্য সবচেয়ে ভালো সময় কোনটি? এক হরমোন বিশেষজ্ঞের মতে, এ সময়টি হলো দুপুর ৩টা।

যৌন জীবনে অনেক বড় ভূমিকা রাখে শরীরে বিভিন্ন হরমোনের উপস্থিতি। এ সময়ে আপনার অনুভূতির ওপরেও হরমোন বড় প্রভাব ফেলে। হরমোন বিশেষজ্ঞ আলিসা ভিটি জানান, এসব কারণে দুপুর ৩টায় যৌনতার সূচনা নারী ও পুরুষ উভয়ের জন্যই উপকারী।

দিন ও রাতের বিভিন্ন সময়ে শরীরে হরমোনের মাত্রা বাড়ে-কমে। দুপুর ৩টায় কী হয়? এ সময়ে নারীর শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ সবচেয়ে বেশি হয়। এতে তাদের শক্তি ও মনোযোগ বেশি থাকে। অন্যদিকে একই সময়ে পুরুষের শরীরে বেশি থাকে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ, ফলে তারা যৌনতার সময়ে সঙ্গীর চাহিদা ও অনুভূতির প্রতি বেশি মনযোগী হয়ে থাকেন। ফলে এ সময়টায় শারীরিক সম্পর্কের সুফল পান দুজনেই।‘ওম্যানকোড’ বইয়ের লেখিকা ভিটি জানান, সন্তুষ্টিকর যৌনতার জন্য এমন উপায় বেছে নিতে হয় যাতে দুজনেরই যৌন চাহিদা একই মাত্রায় থাকে। এ কারণেই বিকেল ৩টায় যৌনতা বেশি সন্তুষ্টিজনক।

যৌনতার জন্য আরেকটি ভালো সময় হলো সকালবেলা। ঘুমের মাঝে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ে। ফলে সকালে তারা যৌনতায় বেশি আগ্রহী থাকে এবং এতে দুই পক্ষেরই সন্তুষ্টি বাড়ে। শুধু তাই নয়, সন্তান ধারণে ইচ্ছুক দম্পতিদের জন্যও সকালবেলা একটি ভালো সময়। ইতালির এক গবেষণায় দেখা যায় সকালে শারীরিক সম্পর্কে জড়িত হলে গর্ভধারণের সম্ভাবনা বেশি।
সুত্র: রিডার্স ডাইজেস্ট