বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

আজও কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। আগাম টিকিটে ২য় দিনের ট্রেনযাত্রা শুরু হয়েছে আজ শনিবার। তবে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সকাল থেকে সময়মতো ট্রেন ছাড়ছে না বলে জানা গেছে।

আজ সকালে সুন্দরবন এক্সপ্রেস থেকে বিলম্বের শুরু হয়। যেটি প্রায় পৌনে দুঘণ্টা বিলম্বে ছাড়ে। এর পর আরও অন্তত পাঁচটি ট্রেন বিলম্বের মধ্যে পড়ে গেছে।

সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট পাঁচটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। ঈদ স্পেশালসহ নিয়মিত বাকি ট্রেনগুলো এখনও শিডিউলের মধ্যে রয়েছে। সব মিলিয়ে প্রায় ৬৮টি ট্রেন যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। স্টেশনে যে অবস্থা দেখা গেছে, তাতে অধিকাংশ ট্রেন বিলম্বে ছাড়বে বলে জানা যাচ্ছে।

এদিকে ট্রেন দেরিতে ছাড়ায় কমলাপুর রেলস্টেশনে স্বাভাবিকভাবে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে রেলস্টেশনে এখনও উপচেপড়া ভিড় দেখা যায়নি।

এর আগে প্রথম দিনে সব ট্রেন আধ ঘণ্টা থেকে ১ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে। এই ঈদে তিন লাখেরও বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।