শুক্রবার, ২৮শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৩ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

অবশেষে জানা গেলো যে কারণে ‘অলিখিত ফাইনালে’ নেই সাকিব

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। আঙুলের চোট নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শীর্ষ এই অলরাউন্ডারের আঙুলের ব্যথা নতুন করে বেড়েছে, আঙুল ফুলে গেছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

আজ আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে খেলার আগে ওয়ার্মআপ করতে দেখা যায়নি সাকিবকে। পরে অনুমিতই ভাবেই একাদশে পাওয়া যায়নি তার নাম। খোঁজ নেওয়া হলে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের জানান, ‘সাকিবের আঙুলে প্রচুর লিকুইড জমেছে, আঙুল অনেক ফুলে আছে। সে ব্যাট ধরতে পারছে না। গতকালের পরীক্ষার পর রিপোর্ট ভাল আসেনি। তাই আজ খেলছে না।’

সাকিবের জায়গায় দলে নেওয়া হয়েছে ব্যাটসম্যান মুমিনুল হককে। দলে বদল আছে আরও দুটি। টানা তিন ম্যাচে রান না পাওয়া ওপেনার নাজমুল হোসেন শান্তর জায়গায় প্রায় এক বছর পর ওয়ানডে খেলতে নামছেন সৌম্য সরকার। এছাড়া বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর জায়গায় একাদশে ফিরেছেন পেসার রুবেল হোসেন।