বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কোরবানির গরু পেল হিজড়া সম্প্রদায়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসএমএস করে কোরবানির জন্য লাখ টাকার গরু পেয়েছে জামালপুরের হিজড়া সম্প্রদায়। প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জেলা প্রশাসক সোমবার তাদের কাছে গরু হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইলে একটি এসএমএস পান। এসএমএস দাতা বলেন, তার নাম ময়ূরী, তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। ময়ূরী ঈদে তাদের কোরবানি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি গরু চেয়েছেন।

এসএমএস দেখার সাথে সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন ময়ূরীর ফোন নম্বরে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার জন্য।

একান্ত সচিব ওই নম্বরে ফোন করে জানতে পারেন ময়ূরী জামাল সদরে হিজড়া পল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিকভাবে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন।

জেলা প্রশাসক আজ সোমবার দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে এক লাখ টাকার একটি গরু এবং আনুষঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।