শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

দুই বোনের এক হৃদপিণ্ড ও লিভার

একটি মাত্র হৃদপিণ্ড ও একটি লিভার নিয়ে কুষ্টিয়ায় জন্ম নিলো জমজ দুই কন্যা শিশু। তবে তাদের শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ গুলো স্বাভাবিক রয়েছে।মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই জমজ দুই কন্যা শিশুর জন্ম হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান ডা. তরুন কান্তি ঘোষের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। মা আরিফা খাতুন সুস্থ থাকলেও শিশু দুটির অবস্থা আশঙ্কাজনক।

ডা. তরুন কান্তি ঘোষ জানান, এক মাস আগে কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের আবু তালেবের গর্ভবতী স্ত্রী আরিফা খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসেন আল্ট্রাসনোগ্রাফি করতে। টেস্ট করার পর দেখা যায়, আরিফার পেটে জোড়া লাগানো জমজ শিশু রয়েছে। পরে আরো পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, শিশু দুটির শরীরে একটি মাত্র হৃদপিণ্ড ও লিভার রয়েছে।

পরবর্তীতে আরিফা খাতুনকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর একই ফলাফল আসে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক আইয়ুব আলী জানান, শিশু দুটির বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো। তারা ঠিক মত শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। চিকিৎসকরা চেষ্টা করছেন যাতে শিশু দুটি ভাল থাকে। তবে এ ধরণের শিশুরা বেশি সময় বাঁচে না।