রবিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৫ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

সালাউদ্দিনের মামলার রায় হতে পারে আজ

আগরতলা (ত্রিপুরা) প্রতিনিধি: ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের মামলার রায় হতে পারে আজ শুক্রবার। মেঘালয়ের রাজধানী শিলংয়ের এটি আদালতে এই রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

সালাউদ্দিনের অনুপ্রবেশের মামলার রায় ১৩ আগস্ট রায় দানের কথা ছিল। কিন্তু আদালত রায় ঘোষণা স্থগিত রাখে। সালাউদ্দিনের আইনজীবী এসপি মহন্ত মুঠোফোনে বলেন, শুক্রবার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। তিনি আশাবাদী, রায় সালাউদ্দিনের পক্ষেই যাবে।

এ বিষয়ে গুয়াহাটি বা আগরতলা উপহাইকমিশনে যোগাযোগ করেও কোনও তথ্য পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত নন বলে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাখাওয়াত হোসেন এবং গুয়াহাটিতে নিযুক্ত শাহ মোহাম্মদ তানভীর মনসুর এই প্রতিবেদককে জানান।

প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ মাসে শিলং থেকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করে সালাউদ্দিনকে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। এর আগে বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন তিনি। সালাউদ্দিন অবশ্য দাবি করেছেন, অপহরণকারীরাই তাঁকে ভারতে নিয়ে এসেছে। তিনি কিছুই জানেন না। সূত্র: প্রথম আলো