শুক্রবার, ২৬শে অক্টোবর, ২০১৮ ইং ১১ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

ফের প্রধানমন্ত্রীর কাছে যে আবেদন করলেন লুনা

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ‘ফেরত দিতে’ অসংখ্যবার সরকারের কাছে দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। এবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে আরও একবার স্বামীকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তিনি।আজ বুধবার (২৪ অক্টোবর) বেলা ২টা থেকে সিলেট রেজিষ্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে। এই সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন, ‘ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।’লুনা আরও বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। দেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে মত প্রকাশের স্বাধীনতা নাই। এটা চলতে পারে না।’এরআগে, সিলেটের রেজিস্ট্রি মাঠে শুরু হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভা। নির্ধারিত সময় অনুযায়ী ঠিক বেলা ২টায় শুরু হয় সভা। সমাবেশ মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন সকল অতিথিরা।

সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন জোটের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের এই সভায় সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং পরিচালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম।এরআগে বেলা ১২টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন জোটের শরীক দলগুলোর নেতাকর্মীরা। সময় বাড়ার সাথে নেতাকর্মীদের উপস্থিতিতে সিলেট রেজিস্ট্রি মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে।
সূত্র: বিডি২৪লাইভ