মঙ্গলবার, ১১ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৭শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

সাইকেল চালিয়ে হজযাত্রা, ইন্দোনেশিয়া থেকে সৌদি

অনলাইন ডেস্ক: হাজারো দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া। বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার এই দেশটি থেকে এবার এক পরিবার বাইসাইকেল চালিয়ে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে হজ পালন করার জন্য।

জাভার মধ্যাঞ্চলের শহর যুগজাকার্তায় নিজেদের বাড়ি থেকে মক্কায় গিয়ে পৌঁছাতে তাদের পাড়ি দিতে হবে ১৩ হাজার কিলোমিটার পথ। দেড়মাস আগে রওয়ানা দিয়ে এরইমধ্যে ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা মালয়েশিয়ার পেনাং শহরে এসে পৌঁছেছেন। সেখান থেকে তাদের আরও পাড়ি দিতে হবে ১০ হাজার কিলোমিটার পথ।

এই পুণ্যের যাত্রায় রয়েছেন মুসলিস আবদুল্লাহ (৪৭), তার স্ত্রী জুলিয়ান্তি হুসিন (৪৭), তাদের সন্তান মির্জা হাকিম (১৫), আহমদ জাকি হাফিজ (১১) এবং ছয় বছর বয়সী অলিভিয়া ইয়ুমনা রয়েছেন। তাদের দিক-নির্দেশনায় সঙ্গে আছেন মুসলিসের বন্ধু মোহামেদ দামাহুরি মুতালিব (৬২)।

এ বিষয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে উচ্ছ্বসিত কণ্ঠে মুসলিস আবদুল্লাহ বলেন, একটি স্বপ্ন দেখার পর সাইকেল চালিয়ে মক্কায় পৌঁছে হজ-ওমরা পালন করার চিন্তাটা আমার মাথায় আসে।

এই পুণ্যযাত্রীরা আশা করছেন, তারা আগামী হজ মৌসুমের আগেই মক্কায় গিয়ে পৌঁছাবেন। কোথাও নিতান্তই প্রয়োজন পড়লে ফ্লাইটেও চড়তে পারেন তারা।

মুসলিম পরিবারটি এই যাত্রায় মালয়েশিয়া পাড়ি দেওয়ার পর পৌঁছাবেন থাইল্যান্ডে। সেখান থেকে মিয়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান ও সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে পৌঁছাবেন সৌদি।

এ জাতীয় আরও খবর

অদ্ভুত রোগে ভুগছেন আনুশকা

বিশ্বের যেসব দেশে মৃতদেহকে বিয়ে করা বৈধ!

এবার বিয়ে করতে চান ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের আমলা

এপিএলে একই দলে তামিম-মুশফিক

দলীয় কোন্দল: আ.লীগ জবাব চেয়েছে ১৪ এমপি-নেতার কাছে

আবারও শুভেচ্ছাদূত হলেন পিয়া

কাকের পরীক্ষা! (ভিডিও)

মেয়েকে যৌনপল্লীতে বিক্রি করল বাবা!

শিক্ষককে বাঁচাতে নিজের লিভার গুরুদক্ষিণা দিলেন ছাত্র