বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

এটা কী করে সম্ভব, দেখে নিন অবিশ্বাস্য ভিডিও

হাড়ের মতো মেঘ নেমে এসেছে মাটিতে। রাস্তা জুড়ে অবস্থান করছে নিথর ভাবে। এটা যে ধোঁয়া বা ধুলো নয়, তা স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওটি থেকে।পাহাড়ের চূড়ায় মেঘের বসতি— এ দৃশ্য আমাদের চেনা। কিন্তু মাটিতে মেঘ? যদি তা নেমেও আসে তার চেহারা তো আর মেঘের মতো থাকে না। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গিয়েছে, রাস্তায় নেমে এসেছে এক সুবিশাল মেঘ। আর তার সামনে দাঁড়িয়ে পড়েছে গাড়ি, হতবাক মানুষের দল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিডিওটি তিব্বতের। এতে দেখা যাচ্ছে, পাহাড়ের মতো মেঘ নেমে এসেছে মাটিতে। রাস্তা জুড়ে অবস্থান করছে নিথর ভাবে। এটা যে ধোঁয়া বা ধুলো নয়, তা স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওটি থেকে।

প্রসঙ্গত, তিব্বতের পামির মালভূমিকে তার উচ্চতার (৪৯০০ মিটার) কারণে ‘পৃথিবীর ছাদ’ বলা হয়। কিন্তু সেখানেও এমন কাণ্ড আগে ঘটেছে বলে জানা যায়নি। মাটিতে এই ভাবে মেঘকে বসে থাকতে দেখেননি কেউই— এমন মন্তব্য করছেন নেটিজেনরা। ঠিক কী ভাবে এই ঘটনা সম্ভব হল, তাই নিয়ে তর্কে মেতেছেন তাঁরা।