বুধবার, ১০ই অক্টোবর, ২০১৮ ইং ২৫শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ওর কাছে যাওয়ার আগে আমি প্রতিদিন এই ট্যাবলেট খেতাম, আর………

ডেস্ক রিপোর্ট।। অতিরিক্ত মাত্রায় ভায়াগ্রা সেবনের কারণে এক যুবকের চোখের রেটিনা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তিনি এখন কোনো কিছুর সঠিক রঙ দেখতে পাচ্ছেন না। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলা এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ৩১ বছর বয়সী ওই যুবক অনলাইনে ভায়াগ্রা কেনেন এবং তার প্রস্তাবিত মাত্রা না মেনে তা খেতে শুরু করেন। কিছুদিন পরেই তার চোখে কিছু অস্বস্তি শুরু হয়। তিনি দু’দিন ধরে বহু বিচিত্র রংয়ের ঝলক দেখতে থাকেন।

এর পর তিনি নিউ ইয়র্কের আই অ্যান্ড ইয়ার ইনফার্মারি অফ মাউন্ট সিনাই-তে যোগাযোগ করলে সেখানে তার চিকিৎসা শুরু হয়। এরপর তিনি সব কিছু লাল রংয়ের দেখতে শুরু করেন।
বিশেষজ্ঞরা জানান, তিনি বাইল্যাটেরাল মাল্টিকালার্ড ফোটোপসিসাস এবং ইরিথ্রোপসিয়া নামের চোখের অসুখে ভুগছেন। দ্বিতীয় অসুখটিতেই সব কিছু লাল রংয়ের দেখায়।

দিনের পর দিন প্রস্তাবিত মাত্রার চেয়ে অতিরিক্ত ভায়াগ্রা সেবন করায় তার রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা