g নবীনগরে  বিদ্যালয়ের কেন্দ্র সচিবের ভুলে ২৭ মিনিট পর প্রশ্ন পেল ১০১ জন শিক্ষার্থী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১০ই অক্টোবর, ২০১৭ ইং ২৫শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

নবীনগরে  বিদ্যালয়ের কেন্দ্র সচিবের ভুলে ২৭ মিনিট পর প্রশ্ন পেল ১০১ জন শিক্ষার্থী

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৩, ২০১৭

---

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষায় কেন্দ্র সচিবের ভুলে ২৭ মিনিট পর পদার্থ বিজ্ঞান প্রশ্ন পেল ৩টি বিদ্যালয়ের ১০১ পরীক্ষার্থী।  বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই কেন্দ্রে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়, কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের ১০১ জন পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেন। এ ব্যাপারে নবীনগর মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন বলেন, বিষয়টি শুনেছি তবে কেন্দ্র সচিবের গাফিলাতি থাকলে অবশ্য ব্যবস্থা নেওয়া হবে। তবে কেন্দ্র সচিবের মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি। ওই পরীক্ষাটি নিয়ে ৩ বিদ্যালয়ের অভিভাবকরা চিন্তিত। প্রশ্ন ২৭ মিনিট পর দিলে পরীক্ষা ১টার মধ্যে শেষ করে দেয় ওই কেন্দ্র সচিব। ফলে ওই পরীক্ষার্থীরা কাঙ্খিত ফল পাওয়া নিয়ে দুচিন্তায় রয়েছে।

এ জাতীয় আরও খবর